কোচবিহার, ১ এপ্রিলঃ রবিবার ব্যাপক ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে জলপাইগুড়ি, ময়নাগুড়ি।জলপাইগুড়ি জেলার পাশাপাশি কোচবিহার জেলাতেও বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গিয়েছে, কোচবিহার ২ নম্বর ব্লকের খোলটা মরিচবাড়ি এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। মাথাভাঙাতেও ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি।আহত হয়েছেন বেশ কয়েকজন।এলাকায় বর্তমানে নেই বিদ্যুৎ পরিষেবা।অসহায় হয়ে পড়েছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলি।
যদিও প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই তাদের জন্য ত্রিপল সহ যাবতীয় জিনিসপত্রের ব্যবস্থা করা হয়েছে।সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া , জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ কে ভৌমিক সহ অন্যান্যরা।সমস্ত দিক খতিয়ে দেখছেন তারা।