শিলিগুড়ি,২৫ জানুয়ারিঃ হাতির হানায় মৃত নিরঞ্জন রায়ের পরিবারের সঙ্গে দেখা করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।
সোমবার সকালে ১ নম্বর ডাবগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিবনগর গ্রামে নিরঞ্জন রায়ের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করেন মন্ত্রী।সমবেদনা জানানোর পাশাপাশি সর্বদা তাদের পাশে থাকবেন বলে জানান মন্ত্রী গৌতম দেব।
গৌতম দেব বলেন, গত ১৪ জানুয়ারি হাতির হামলায় মৃত্যু হয় নিরঞ্জন রায়ের।পাশাপাশি তার বাড়িতেও হামলা চালায় হাতির দল।রাজ্য সরকারের তরফে পরিবারকে ৩ লক্ষ ৫৬ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।৫৬ হাজার টাকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে।এছাড়াও বাড়ি এবং শৌচাগারও রাজ্য সরকারের তরফে তৈরি করে দেওয়া হবে।
অন্যদিকে বনদপ্তরের তরফেও ক্ষতিপূরণ হিসেবে নিরঞ্জন রায়ের পরিবারের হাতে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে এবং বনদপ্তরের তরফে পরিবারের একজনকে চাকরিও দেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, এই এলাকায় বেশকিছু পরিবার বনদপ্তরের জমির ওপরে বাড়ি করে আছেন।শীঘ্রই সেইসব পরিবারকে জমির পাট্টা দেওয়ার কাজ শুরু করা হবে।