ফুলবাড়ি, ২৮ এপ্রিলঃ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে কাঞ্চনবাড়ি থেকে ফুলবাড়ি বাজার যাওয়ার প্রায় দেড় কিলোমিটার রাস্তা। বর্ষার সময় রাস্তায় জল-কাদা জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি।অন্যদিকে গ্রীষ্মকালে ধুলো-বালিতে অতিষ্ঠ হয়ে ওঠেন এলাকাবাসী সহ পথ চলতি সাধারণ মানুষ।
দীর্ঘকয়েক বছর আগে রাস্তাটি পাকা করা হয়েছিল। কিন্তু এরপর দীর্ঘদিন কেটে গেলেও আর কোনো সংস্কার হয়নি। ফুলবাড়ি বাজার থেকে কাঞ্চনবাড়ি পর্যন্ত রাস্তার অধিকাংশ অংশেই ছোট-বড় গর্ত তৈরি হয়েছে, যেগুলিতে বর্ষার জলে জল জমে গিয়ে চলাচল দুরহ করে তোলে।
এলাকাবাসীরা জানান, রাস্তাটি বেহাল থাকায় যাতায়াতে সমস্যায় পড়তে হয়। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে ভবিষ্যতে তারা আন্দোলনে নামবেন।