শিলিগুড়ি,২০ নভেম্বরঃ পিঠে নেওয়ার ব্যাগে গাঁজার প্যাকেট ভরা হতো। এরপর এক স্টেশন থেকে যাত্রী সেজে ট্রেনে উঠতেন। অপর স্টেশনে নেমে যেতেন। এভাবেই দীর্ঘদিন ধরে ট্রেনে করে পাচার হচ্ছিল গাঁজা। মঙ্গলবার কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে ১০৭ কেজি গাঁজা উদ্ধার হয়। ১৫ টি পিঠের ব্যাগ থেকে গাঁজাগুলি উদ্ধার হয়। শিলিগুড়ি জংশন ও এনজেপি এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম অভিক ধর, রুমা দত্ত, স্বপন বর্মণ। অভীক ধর ব্যারাকপুর ও বাকি দুজন কোচবিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।
শিলিগুড়ি জিআরপির এসআরপি কুনওয়ার ভূষণ সিংয়ের কাছে খবর আসতেই জিআরপি এর এসওজি টিমকে নিয়ে গাঁজা পাচার চক্রটিকে ধরা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, বহুদিন ধরেই এভাবে ট্রেনে গাঁজা পাচার করা হতো। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।