শিলিগুড়ি,১২ অক্টোবরঃ পুজোর আগে শিলিগুড়ি জংশনের কাছে কাকরভিটা স্ট্যান্ডে চালু হল ‘মা ক্যান্টিন’। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ক্যান্টিনের উদ্বোধন করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।এরপর ক্যান্টিনের খাবারও খেলেন তিনি।তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা।
মাত্র ৫ টাকায় মা ক্যান্টিনে পাপড়, ভাত, ডাল, সবজি ও ডিম পাওয়া যাবে। ফলে যাত্রী এবং পথ চলতি সাধারণ মানুষ সহ দুঃস্থ মানুষদের অনেক সুবিধা হল। পুজোর সময় বাইরে থেকে প্রচুর মানুষ শিলিগুড়ি আসেন। জংশন এলাকায় শ্রমিক ও কর্মীদের ভিড় থাকে।তাদের কথা মাথায় রেখেই এই এলাকায় এই ক্যান্টিনের উদ্বোধন করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র।
মেয়র আরও জানান, খুবই তৃপ্তির সঙ্গে এখানে খাবার খেলাম। প্রতিদিনই এই সুস্বাদু খাবার পাওয়া যাবে। অবশ্যই খাবারের মান পরীক্ষা করা হবে।