শিলিগুড়ি,২৭ জুলাইঃ শিলিগুড়ির ১০ নং ওয়ার্ডের সূর্যসেন পার্ক সংলগ্ন এলাকায় মহানন্দা নদীর ধারে বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত বড়-বড় গাছ গুলিকে পুনঃস্থাপন সহ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল শিলিগুড়ি পুরনিগম। উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব সহ ওয়ার্ড কাউন্সিলর এবং মেয়র পারিষদেরা।
রাস্তা সম্প্রসারণ করতে গিয়ে অনেক সময়ই প্রচুর বড়-বড় গাছ কাটা যায়। নতুন গাছ লাগালেও তা বড় হতো অনেক বছর পেরিয়ে যায়। এদিকে বিশ্ব উষ্ণায়নের যুগে গাছ নিধন একটা বড় সমস্যা হয়ে দাড়িয়েছে। কিন্তু রাস্তা তৈরী করতে বা সরকারি কোনো প্রকল্পের জন্য সবচেয়ে বড় বলিদান দিতে হয় গাছকে। সেই বড় বড় গাছ গুলিকে নিধন না করে পুনঃস্থাপন করে বাচিয়ে তুলতে পারলে সেটা হবে বড় পাওনা।সেই কাজই করা হচ্ছে শিলিগুড়ি পুরনিগমের তরফে। এদিন গাছ পুনঃস্থাপন করতে এসে মেয়র গৌতম দেব জানান, আগামী এক বছরের মধ্যে শিলিগুড়ি শহর পাল্টে যাবে। শিলিগুড়িকে প্রাণবন্ত করে তোলার লক্ষ্যমাত্রা রয়েছে।আমরা প্রাণবন্ত ও সংস্কৃতি মনস্ক শিলিগুড়ি গড়ে তুলছি। এই গাছগুলি শিলিগুড়ি শহরকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।