ফুলবাড়ি ৩ এপ্রিলঃ রামনবমী শোভাযাত্রা উপলক্ষে ফুলবাড়িতে জোরকদমে চলছে প্রস্তুতি। ৬ই এপ্রিল রবিবার রয়েছে রামনবমী। ফুলবাড়িতে কয়েকদিন আগে থেকেই রাস্তায় নেমে পড়ছেন রামনবমী মহোৎসব সমিতির সদস্যরা। বৃহস্পতিবার সকাল থেকেই ফুলবাড়ির বিভিন্ন জায়গায় রাম নবমী উপলক্ষে গেরুয়া পতাকা ও ফ্লেক্স লাগানো শুরু হয়েছে।
এই বিষয় সংগঠনের সদস্যরা জানান, আগামী ৬ই এপ্রিল রামনবমী সেই উপলক্ষে অন্যান্য বছরের মতোই ফুলবাড়ি থেকে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এই শোভাযাত্রা ফুলবাড়ির বটতলা থেকে শুরু হয়ে শিলিগুড়িতে গিয়ে শেষ হবে। ফুলবাড়ি সীমান্ত থেকে শুরু করে শিলিগুড়ির তিনবাত্তি মোড় পর্যন্ত গেরুয়া পতাকায় সাজিয়ে তোলা হচ্ছে। এই শোভাযাত্রায় বেশকিছু বিশেষ আকর্ষণ থাকছে।