শিলিগুড়ি,২৩ নভেম্বরঃ ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে বৃহন্নলাদের কেন্দ্রীয় সম্মেলন।বৃহস্পতিবার শিলিগুড়িতে কেন্দ্রীয় সম্মেলনের অঙ্গ হিসেবে আয়োজিত হল কলস যাত্রার। এদিন শিলিগুড়ির মহাত্মা গান্ধী চক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে কলস যাত্রা।
জানা গিয়েছে, এই সম্মেলনে বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাদেশ থেকে আগত বৃহন্নলারাও অংশ নিয়েছে। তাদের এই সম্মেলন চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। সম্মেলনে বৃহন্নলাদের একাধিক দাবিদাওয়া ও সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি অনেকে বৃহন্নলা সেজে সাধারণ মানুষকে প্রতারিত করছে। সেই সমস্যা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। আগামীতে বৃহন্নলাদের উন্নয়ন ও দাবি আদায়ে কেন্দ্র ও রাজ্যের কাছে আবেদন জানানো হবে ।
এদিন বৃহন্নলা অনন্যা বলেন, এই প্রথমবার এই রাজ্যে বৃহন্নলাদের কেন্দ্রীয় সম্মেলন আয়োজিত হয়েছে। সেই উপলক্ষে কলস যাত্রার আয়োজন করা হল। আমরা সমাজের উন্নয়ন ও বিশ্বশান্তির বার্তা নিয়ে এই যাত্রা করলাম।