রাজগঞ্জ,১ নভেম্বরঃ খুঁটিপূজোর মধ্য দিয়ে কালীপুজোর প্রস্তুতি শুরু করল আমবাড়ির শক্তি সোপান ক্লাব। রাজগঞ্জ ব্লকে বেশ জাকজমকভাবে পূজো করে আসছে আমবাড়ির শক্তিসোপান ক্লাব।বুধবার রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের হাত দিয়ে খুঁটি পুজোর মাধ্যমে প্রস্তুতি শুরু হয়।
বিধায়ক খগেশ্বর রায় বলেন, আজ আমবাড়িতে খুঁটি পূজোতে এসে খুব ভালো লাগছে। দীর্ঘ কয়েকবছর থেকে জাকজমকভাবে পুজো করছে এই ক্লাব। আশা রাখছি এবছরও রাজগঞ্জের মধ্যে খ্যাতিনামা পুজোর আয়োজন করবে এই ক্লাব।
ক্লাবের সদস্য তুষার দত্ত বলেন, এবছর আমাদের ক্লাবের পুজো ৫৩ বছরে পদাপর্ন করতে চলেছে। এবারের মন্ডপসজ্জা ময়নাগুড়ির খ্যাতিনামা ডেকোরেটার্স দিয়ে করা হচ্ছে৷ রয়েছে সুসজ্জিত আলোকসজ্জা।পাশাপাশি প্রতিদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিন খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুদ্দিন আহমেদ, আমবাড়ি ফাঁড়ির ওসি সন্দীপ দত্ত, পূজা কমিটির সম্পাদক অনিমেষ গোস্বামী, সহ-সভাপতি রফিকুল ইসলাম সহ অন্যান্যরা।