নকশালবাড়ি,২৭ জুনঃ ২০০ ইউনিট রক্তের লক্ষ্যমাত্রা রেখে রক্তদান শিবিরের আয়োজন করল নকশালবাড়ি সারদা বিদ্যামন্দির।
বৃহস্পতিবার নকশালবাড়ি সারদা বিদ্যামন্দিরের উদ্যোগে ও মাড়োয়ারি যুব মঞ্চের সহায়তায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন সকাল থেকে এই শিবিরে রক্তদাতারা রক্তদান করেন। ‘সেবাই পরম ধর্ম, রক্তদান জীবন দান’ এই নীতিকে সামনে রেখে এই রক্তদান শিবির প্রতি বছর করা হয় বলে বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক সুজিত দাস জানান। সংগৃহীত রক্ত রোটারি ব্লাড ব্যাংকে পাঠানো হবে। অন্যদিকে আগামী ২৯ জুন শিলিগুড়ি সহ সংশ্লিষ্ট এলাকায় মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে বলে জানান মাড়োয়ারি যুব মঞ্চের প্রাক্তন সহ সভাপতি।