নকশালবাড়ি,২৫ মেঃ ঐতিহাসিক নকশালবাড়ি আন্দোলনের শহীদ দিবস পালন হল। শনিবার নকশালবাড়ির বেঙ্গাই জোতে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করে পালিত হল নকশালবাড়ি আন্দোলনের শহীদ দিবস। এদিন সিপিআইএমএলএর সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনটি পালন করে। নকশালবাড়ি,খড়িবাড়ি ও ফাঁসিদেওয়া থেকে সংগঠনের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।
প্রসঙ্গত, ১৯৬৭ সালে ২৫ মে নকশালবাড়িতে পুলিশের গুলিতে মৃত্যু হয় ১১জনের। শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে প্রতিবছর আজকের দিনে শহীদ দিবস পালন করা হয়। শুধু নকশালবাড়ি নয় শিলিগুড়ি সহ গোটা রাজ্যে বিভিন্ন স্থানে পালিত হচ্ছে নকশালবাড়ি আন্দোলনের শহীদ দিবস।