গজলডোবা, ১৩ নভেম্বরঃ গজলডোবার তিস্তা সেতু দিয়ে বালি ও পাথর বহনকারী গাড়ি চলাচল করতে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখালো গাড়ির মালিক ও চালকরা। বুধবার শতাধিক গাড়ির মালিক গজলডোবায় বিক্ষোভ দেখান। জলপাইগুড়ি জেলার গজলডোবা ব্যারেজের তিস্তা সেতু মেরামতের উদ্দেশ্যে সেখানে ভারী যানবাহন চলাচল নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।
আন্দোলনকারীদের অভিযোগ, গত ৪ অক্টোবর জলপাইগুড়ির জেলা প্রশাসনের তরফে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। প্রায় দেড় মাস হয়ে গেলেও এখনও সেতুর কোনো মেরামত করা হয়নি। সেতু দিয়ে ৬ টনের বেশি ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করলেও শুধু বালি ও পাথরের ট্রাক ও ডাম্পার বাদে প্রায় সব ধরনের যানবাহন চলাচল করছে। তাই আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে সেতু মেরামত করা হোক। পাশাপাশি বালি ও পাথর বোঝাই গাড়ি চলাচলের জন্য ওজন কিছুটা শিথিল করা হোক। গজলডোবার তিস্তা সেতু দিয়ে প্রায় ৩৫০টি বালি-পাথরের গাড়ি চলাচল করে। কিন্তু গাড়িগুলি বন্ধ হয়ে যাওয়ায় মালিক, চালক সহ কয়েক হাজার পরিবারের সংসার চালানো কষ্ট হয়ে পড়েছে। তাই অবিলম্বে বালি পাথরের গাড়ি চলাচল করতে দেওয়ার দাবি তোলা হয়।