শিলিগুড়ি,২ নভেম্বরঃ শুক্রবার থেকেও শিলিগুড়িতে সিটি অটো চলাচল নিয়ে অনিশ্চয়তা।পুলিশের সঙ্গে বৈঠকের পরেও শহরের রাস্তায় নাও নামানো হতে পারে সিটি অটো।
বুধবার শিলিগুড়ির চম্পাসারিতে এক সিটি অটো চালককে মারধরের অভিযোগ ওঠে টোটো চালকদের বিরুদ্ধে।ঘটনার পরই শিলিগুড়ির বিভিন্ন রুটে সিটি অটো চলাচল বন্ধ করে বিক্ষোভ দেখায় সিটি অটো চালকেরা।পাশাপাশি শহরের প্রধান রাস্তাগুলিতে টোটো চলাচলে রাশ টানার দাবি তোলেন তারা।বৃহস্পতিবার ডিসিপি ট্রাফিক অভিষেক গুপ্তার সঙ্গে দেখা করে এই বিষয়ে কথা বলে শহরের সিটি অটো চালকদের সংগঠনগুলি।তবে বৈঠকের পরও আগামীকাল থেকে শহরে সিটি অটো চলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।এখনও পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সিটি অটো চালকদের সংগঠনগুলি।এদিকে টোটো-অটো বিবাদের জেরে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের।
অন্যদিকে টোটো চলাচলের ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে সিটি অটো চালকদের কাছ থেকে ১৪ দিনের সময় চেয়েছে প্রশাসন।পাশাপাশি আগামীকাল থেকে শহরে অটো পরিষেবা স্বাভাবিক করার আবেদন জানানো হয়েছে পুলিশ প্রশাসনের তরফে।
বৈঠকে শেষে দার্জিলিং জেলা সিটি অটো ড্রাইভার এন্ড ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল কান্তি ঘোষ বলেন, তাদের দাবিগুলি প্রশাসনকে জানানো হয়েছে।প্রশাসনের তরফে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ১৪ দিন সময় চাওয়া হয়েছে।