শিলিগুড়ি,১৪ সেপ্টেম্বরঃ বিশ্বকর্মা পুজো মানেই ভোকাট্টা। আকাশ জুড়ে শুধু রংবেরঙের ঘুড়ির মেলা। কিন্তু এখন আর সেইদিন কোথায়?
অন্তত শিলিগুড়ি শহরে বিশ্বকর্মা পুজোর দিনে আকাশে কিছু ঘুড়ির দেখা মিললেও অন্যান্য সময় তা প্রায় দেখাই যায়না। সেকারণেই এ বার বিশ্বকর্মা পুজোয় ঘুড়ির সেই লড়াইকে ফিরিয়ে আনতে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে ঘুড়ি উৎসব।
আট থেকে আশি সকলেই সেই ঘুড়ি উৎসবে অংশ নিতে পারবেন। শিলিগুড়ির ২৭ নম্বর ওয়ার্ড কমিটির তরফে এই ঘুড়ি উৎসবের আয়োজন করা হচ্ছে। ১৮ সেপ্টেম্বর ২৭ নম্বর ওয়ার্ডের ওয়াইএমএ মাঠে এই ঘুড়ি উৎসব হবে। সেখানেই ঘুড়ি ওড়ানো যাবে। বেলা ১২ টা থেকে শুরু হবে ঘুড়ি উৎসব। সেখানে ওয়ার্ড কমিটির তরফে বিনামূল্যে সকলকে ঘুড়ি দেওয়া হবে।
কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী বলেন, এখন অনেকেই ঘুড়ি ওড়ানো ভুলে গিয়েছে। যেকারণে বিশ্বকর্মা পুজোর দিনে এমন ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে।