মাধ্যমিকে রাজ্যে প্রথম কোচবিহারের চন্দ্রচূড়

কোচবিহার,২ মেঃ আজ প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। কোচবিহার জেলার রেলগুমটি এলাকার বাসিন্দা চন্দ্রচূড় সেনের বাবা সুশান্ত সেন পেশায় ব্যবসায়ী, মা মৌসুমী সেন গৃহবধূ। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র চন্দ্রচূড়। পড়াশোনার পাশাপাশি আবৃত্তি, ছবি আঁকা, গান ও গল্পের বই পড়ার প্রতিও ঝোঁক রয়েছে তার। ছেলেবেলায় কোচবিহারের অরবিন্দ পাঠ ভবন, এরপর ক্লাস ফাইভ থেকে রামভোলা হাইস্কুলে পড়াশোনা করছে সে। আগামীতে নিট পরীক্ষায় সফলতা অর্জন করে মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে রয়েছে তার। নিজের সাফল্যের রহস্যের কথা বলতে গিয়ে চন্দ্রচূড় বলে কোনও বাধা  রুটিনে চলিনি,  যখন মনে হত এখন পড়া দরকার তখন পড়তাম। ইচ্ছেমতো পড়েছি।


এদিন মাধ্যমিকের ফলাফল ঘোষণার পরেই চন্দ্রচূড়ের বাড়িতে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী ও তার স্কুল শিক্ষকেরা। সকলেই বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানায় চন্দ্রচূড়কে। ছেলের সাফল্যে ভীষণ খুশি চন্দ্রচূড়ের মা-বাবা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomOnwincasibom girişcasibombaywingrandpashabet girişholiganbet