শিলিগুড়ি,১৬ ফেব্রুয়ারিঃ আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শিলিগুড়ির ইসকন মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে ‘কীর্তন মেলা’ ২০২৪। তিন দিনব্যাপী চলবে অনুষ্ঠান।
এই প্রথমবার শিলিগুড়ি ইসকন মন্দিরে “কীর্তন মেলা” অনুষ্ঠিত হতে চলেছে। এর আগে মায়াপুর সহ দেশ-বিদেশের ভিন্ন প্রান্তে “কীর্তন মেলা” হয়েছে। তবে এবছর শিলিগুড়িবাসীকে উপহারস্বরূপ এই “কীর্তন মেলা” তুলে দিচ্ছেন শিলিগুড়ি ইসকন কর্তৃপক্ষ। শুধু দেশ নয়, বিদেশ থেকেও খ্যাতনামা কৃষ্ণভক্ত- কীর্তনীয়ারা সকলে একত্রিত হয়ে তিনদিন ব্যাপী শিলিগুড়ির ইসকন মন্দিরে কীর্তন পরিবেশন করবেন।
এদিন শিলিগুড়ির ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস বলেন, তিনদিন ব্যাপী শিলিগুড়ির ইসকন মন্দিরে “কীর্তন মেলা” চলবে। মূল মন্দিরের সামনে এই মেলা আয়োজন হবে।কয়েক হাজার ভক্তের সমাগমের ব্যবস্থা রয়েছে। তার পাশাপাশি বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে এই “কীর্তন মেলা” দেখানোর ব্যবস্থা করা হয়েছে।