ফুলবাড়ি, ১১ সেপ্টেম্বরঃ শিলিগুড়িতে জলের সমস্যা মেটাতে ফুলবাড়িতে তৈরি হচ্ছে নতুন বিকল্প ইনটেক ওয়েল। সোমবার ফুলবাড়ির নতুন ইনটেক ওয়েল তৈরি করার স্থান পরিদর্শন করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব সহ অন্যান্য আধিকারিকরা৷
মেয়র গৌতম দেব জানান, জলের সমস্যা মেটাতে নতুন একটু বিকল্প ইনটেক ওয়েল বানানো হবে। সেই জায়গা আমরা আজ পরিদর্শন করলাম। আগের ইনটেক ওয়েল পুরনো হয়ে যাওয়ায় জল সরবরাহের সমস্যা হচ্ছিল,তাই এই বিকল্প বানানো হচ্ছে। আগামী সপ্তাহে সেটি আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করা হবে। প্রায় ৬ কোটি ৯০ লক্ষ টাকা ব্যায়ে এটি বানানো হচ্ছে।