নিরাপত্তা বাড়ানো হচ্ছে এনজেপি স্টেশনে, চলছে বিশেষ তল্লাশি অভিযান

শিলিগুড়ি,৬ মে: উত্তরবঙ্গের প্রবেশদ্বার নিউ জলপাইগুড়ি স্টেশন এখন নিরাপত্তার বিশেষ স্তরে রয়েছে। সাম্প্রতিক পহেলগাওয়ে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে স্টেশনজুড়ে জোরদার নজরদারি চালাচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)।  যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালু হয়েছে ২৪ ঘণ্টার যৌথ টহল, নিয়মিত প্ল্যাটফর্ম ও ট্র্যাক পরিদর্শন।


আরপিএফ আধিকারিকদের তরফে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই বিশেষ তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, লাগেজ চেকিং সহ স্টেশনের প্রত্যেকটি কোণা নজরদারির আওতায় আনা হয়েছে।

অন্যদিকে রেল দফতর ও প্রশাসনের পক্ষ থেকে সাধারণ যাত্রীদের আতঙ্কিত না হয়ে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। এই ধরনের তল্লাশি নিয়মিতভাবে চালানো হবে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *