শিলিগুড়ি,১৬ এপ্রিল : শিলিগুড়ি ৩৪ নম্বর ওয়ার্ডে এনজেপি ভক্তিনগর দেশপ্রিয় সরণিতে দুঃসাহসিক চুরির ঘটনা।ঘুমের মধ্যে স্প্রে করে কয়েক লক্ষ টাকার সোনার অলংকার সহ নগদ টাকা ও বিভিন্ন দামী জিনিস নিয়ে চম্পট দিল চোরের দল।
এলাকার বাসিন্দা অসিত মালাকারের বাড়িতে চুরির ঘটনাটি ঘটেছে।মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমোতে যান অসিত মালাকার সহ বাড়ির অন্যান্য সদস্যরা।পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজা এবং আলমারির দরজা ভাঙা অবস্থায় রয়েছে।ঘরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপর চুরির ঘটনা সামনে আসে।
অসিত মালাকার জানান, গরমের জন্য জানালা খোলা রাখা হয়েছিল। জানালা দিয়ে ভেতরে ঢুকে ঘরের দরজা খোলা হয়।তবে রাতে কোনরকম আওয়াজ তারা পাননি।তাদের অনুমান, ঘুমের মধ্যে কিছু স্প্রে করা হয়েছে।ঘটনায় আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্য সহ এলাকাবাসীরা।
এই বিষয়ে এনজেপি থানায় অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
