রাজগঞ্জ, ১ জানুয়ারিঃ চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিল রাজগঞ্জ থানার পুলিশ। জলপাইগুড়ি জেলা পুলিশের রাজগঞ্জ থানার উদ্যোগে চুরি ও হারিয়ে যাওয়া একাধিক মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল। বৃহস্পতিবার রাজগঞ্জ থানায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উদ্ধার হওয়া প্রায় ১৫টি মোবাইল ফেরত দেওয়া হয়।
থানা সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময়ে হারানো ও চুরি যাওয়া মোবাইল সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে প্রযুক্তিগত অনুসন্ধান চালিয়ে মোবাইলগুলি উদ্ধার করা হয়। এরপর নির্ধারিত প্রক্রিয়া মেনে সেগুলি মালিকদের হাতে তুলে দেওয়া হল।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি সৌভানিক মুখোপাধ্যায়, ডিএসপি পার্থ কুমার সিংহ, রাজগঞ্জ থানার আইসি অমিতাভ দাস, বেলাকোবা ফাঁড়ির পুলিশ অরিজিৎ কুন্ডু, সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।
