দুই পরীক্ষার্থীকে হেনস্থার অভিযোগ, ব্যক্তিকে আটক করল পুলিশ

শিলিগুড়ি,২৬ সেপ্টেম্বরঃ বিহার থেকে পরীক্ষা দিতে শিলিগুড়িতে এসেছিল দুই যুবক। সেই যুবকদের হেনস্থার অভিযোগ উঠেছিল এক সংগঠনের কর্মকর্তার বিরুদ্ধে। সেই হেনস্থার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই সেই ব্যক্তিকে আটক করল শিলিগুড়ি থানার পুলিশ।


বৃহস্পতিবার শিলিগুড়ির এসএফ রোড থেকে রজত ভট্টাচার্য নামে ওই ব্যক্তিকে ধরে শিলিগুড়ি থানা ও এসওজি এর পুলিশ কর্মীরা।

শিলিগুড়িতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর চাকরির পরীক্ষা দিতে বিহার থেকে এসেছিল দুই যুবক। বিহার থেকে কেন পশ্চিমবঙ্গে চাকরি করতে আসবে? এই অভিযোগে দুইজনকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিয়ো সামনে আসতেই বিতর্ক শুরু হয়। এরপরই পুলিশ তদন্তে নেমে ব্যক্তিকে আটক করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *