শিলিগুড়ি, ২২ জানুয়ারি: আলিপুরদুয়ার থেকে শিলিগুড়িতে গাঁজা পাচারের একটি বড় চক্রের পর্দাফাঁস করল স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২ কুইন্টাল গাঁজা সহ একটি মালবাহী পিকআপ ভ্যান আটক করা হয়েছে। এই ঘটনায় চালক ও সহচালক দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, পাচারকারীরা একটি মালবাহী পিকআপ ভ্যানের মাধ্যমে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়িতে গাঁজা নিয়ে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার দুপুরে তিস্তা ক্যানাল রোড এলাকায় এসটিএফের একটি দল অভিযান চালায়। সন্দেহজনক একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে ২৪ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন প্রায় ১৯৬ কিলোগ্রাম বলে জানা গিয়েছে। উদ্ধার গাঁজার বাজারমূল্য আনুমানিক ২৫ লক্ষ টাকা।
গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তের নাম বিমল দাস (৫৯) এবং রঞ্জিত বসাক (৫২)। বিমল দাস আলিপুরদুয়ারের বাসিন্দা এবং রঞ্জিত বসাক ইসলামপুরের বাসিন্দা বলে জানিয়েছে এসটিএফ।
