রাজগঞ্জ, ১৮ ডিসেম্বরঃ শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের বলাইগঞ্জ এলাকায় সরকারি যাত্রীবাহী বাস ও বাইকের সংঘর্ষে আহত ২।
বৃহস্পতিবার শিলিগুড়ি দিক থেকে সরকারি যাত্রীবাহী বাসটি আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল। রাজগঞ্জের বলাইগঞ্জ সংলগ্ন এলাকায় যাত্রী নামানোর জন্য দাঁড়ালে সেই সময় একই রাস্তা দিয়ে আসা একটি বাইক দাঁড়িয়ে থাকা বাসটির পিছনে ধাক্কা মারে। ঘটনায় বাইকে থাকা দুজন আরোহী আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাগ্রস্ত বাস ও বাইকটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
