শিলিগুড়ি,২৫ ডিসেম্বর: চুরি যাওয়া সোনার অলঙ্কার ও নগদ টাকা উদ্ধার করল এনজেপি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় মাস আগে ফুলবাড়ির ১ নম্বর অঞ্চলের সিপাইপাড়ার বাসিন্দা স্বপন মণ্ডলের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এই বিষয়ে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জলেশ্বরী এলাকা থেকে বিশ্বজিৎ ওরফে লাদেন নামে একজনকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের পর প্রসেনজিৎ রায়, বিশ্বজিৎ রায় নামে আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ।তিনজনকেই জলপাইগুড়ি আদালতে পেশ করা হলে আদালত ধৃতদের ৫ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দেয়।
জেরায় ধৃতরা জানায় তারা মোড় বাজার এলাকার একটি পরিত্যক্ত কোয়ার্টারে চুরি যাওয়া সোনার অলঙ্কার লুকিয়ে রেখেছে।সেইমতো অভিযান চালিয়ে চুরি যাওয়া জিনিস উদ্ধার করে পুলিশ।বৃহস্পতিবার তিন অভিযুক্তকে ফের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
