বাগডোগরা, ৪ ডিসেম্বরঃ পরপর দুদিন একই বিমান বাতিল হওয়ায় চরম ভোগান্তি। বাগডোগরা বিমানবন্দর থেকে ব্যাঙ্গালোরগামী ইন্ডিগো বিমান বাতিল হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন যাত্রীরা।
জানা গিয়েছে, বিমানটি গতকাল দুপুর ১২.৩০ উড়ানের কথা থাকলেও যাত্রীদের বোর্ডিং সম্পূর্ণ হওয়ার পর হঠাৎই বিমানটি বাতিল ঘোষণা করা হয়। পরে যাত্রীদের জন্য আজকের নতুন তারিখে টিকিট ইস্যু করা হলেও আজ সকালে যাত্রীরা যখন বিমানবন্দরে পৌঁছান, তখন ফের জানানো হয় আজকের বিমানটিও বাতিল করা হয়েছে।
এরপর যাত্রীদের ৬ তারিখের টিকিট দেওয়া হচ্ছে অথবা রিফান্ডের প্রস্তাব দেওয়া হচ্ছে। তবে অভিযোগ, রিফান্ড নেওয়ার ক্ষেত্রে মোটা অংকের ক্যান্সেলেশন চার্জ কেটে নেওয়া হচ্ছে। যাত্রীদের অভিযোগ, কেউ চিকিৎসার জন্য, কেউ গুরুত্বপূর্ণ চাকরির ইন্টারভিউ দিতে ব্যাঙ্গালোর যাচ্ছিলেন। কিন্তু বারংবার বাতিল হওয়ায় তারা চরম সমস্যায় পড়েছেন।
বিমান বারবার বাতিল হওয়ার কারণ সম্পর্কে পরিষ্কার কোনো ব্যাখ্যা দিচ্ছে না বিমানবন্দর কর্তৃপক্ষ এমনই অভিযোগ যাত্রীদের।এই বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
