রায়গঞ্জে শুরু হল “ছাত্র-যুব উৎসব”

রায়গঞ্জ,১৭ জানুয়ারিঃ রায়গঞ্জ বিধানমঞ্চে শুরু হল রায়গঞ্জ পৌরস্তর “ছাত্র-যুব উৎসব”।এদিন ছাত্র-যুব উৎসবের উদ্বোধন করেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ছাত্র-যুব উৎসবের সভাপতি অরিন্দম সরকার,  বিশিষ্ট শিক্ষাবিদ স্বপন পাইন, শিক্ষাবিদ নীলমাধব নন্দী, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানষ ঘোষ,  অর্নব মন্ডল সহ অন্যান্যরা।

এই ছাত্র-যুব উৎসবে বিভিন্ন বিভাগে প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহন করেছে।এই রায়গঞ্জ পৌরস্তর ছাত্র-যুব উৎসবে বিজয়ী প্রতিযোগীরা আগামীতে জেলা ছাত্র-যুব উৎসবে যোগদান করতে পারবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom