রাজগঞ্জ, ১৪ মেঃ বুধবার রাতের ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে রাজগঞ্জের বেলাকোবায়।উপড়ে পড়েছে বহু গাছ।বেশকিছু কাঁচাঘর এমনকি কারখানার চালও উড়ে গিয়েছে।বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশ কয়েকটি এলাকা।
জানা গিয়েছে, এদিন ঝড়ের জেরে বেলাকোবা স্টেশন সংলগ্ন বহু পুরনো একটি পাকুড় গাছ উপড়ে পড়ে। স্টেশন কলোনির বাসিন্দা চিরঞ্জিত পাঠক জানান, গতকাল রাতে ৯টার সময় ব্যাপক ঝড়ে বহু পুরোনো পাকুর গাছ পড়ে যায়। এর ফলে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকা। রাস্তার উপরে গাছটি পড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় যাতায়াত।
তিনি আরও জানান, পাশেই বেলাকোবা স্টেশন।কিন্তু বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোন রেলের আধিকারিক বা কর্মীর দেখা মেলেনি বলে স্থানীয়দের অভিযোগ।