প্রবল ঝড় বৃষ্টিতে ক্ষয়ক্ষতি শহরজুড়ে, ভেঙে পড়েছে বহু গাছ

শিলিগুড়ি, ২২ এপ্রিলঃ বৃহস্পতিবার সকালে প্রবল ঝড় বৃষ্টিতে ক্ষয়ক্ষতি শহরজুড়ে।বিভিন্ন জায়গায় বাড়ির ওপর, রাস্তায় বড় বড় গাছ ভেঙে পড়েছে।বহু এলাকায় নেই বিদ্যুৎ সংযোগ।


এদিন সকাল ১০ নাগাদ গোটা শহরে অন্ধকার নেমে আসে।এরপরই শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি।   প্রবল ঝড় বৃষ্টির ফলে শহরের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।নিউ জলপাইগুড়ি স্টেশন যাওয়ার প্রবেশ দুয়ারে একটি বিশাল গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়।এরফলে টুরিস্ট গাড়ি সহ সাধারণ মানুষ যানজটে আটকে পড়ে।বিভিন্ন জায়গায় গাড়ির ওপর গাছ ভেঙে পড়েছে, বহু বাড়ির চাল উড়ে গিয়েছে।ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় গাছ সরানোর কাজ শুরু করা হয়েছে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *