কোচবিহার,২৫ এপ্রিলঃ গতকাল রাতের ঝড়ে বিপর্যস্ত মাথাভাঙা শহর ও তার পাশ্ববর্তী এলাকা।
গতকাল রাত আনুমানিক ১২ টা নাগাদ শুরু হয় ঝড় ও বৃষ্টি।বৃষ্টি কমে গেলেও ঝড়ের বেগ বাড়তেই থাকে।ঝড়ের প্রকোপে মাথাভাঙা শহরে ১১ নং ওয়ার্ডের বাসিন্দা নেপাল সাহার বাড়ির ওপর গাছ ভেঙ্গে পড়ে।অল্পের জন্য প্রাণে বাঁচেন তারা।
অপরদিকে মাথাভাঙা খাটের বাড়ি এলাকাতেও প্রচুর গাছ ভেঙে পড়ে।এছাড়াও ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি।ঝড়ের জেরে উড়ে গিয়েছে বহু মানুষের ঘরের চাল।মাথাভাঙা ১ ব্লকের বিভিন্ন এলাকা সহ হাজরা হাটের সাধারন মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানা গিয়েছে।