ঝড়ে ভেঙে গিয়েছে ঘর, পরিবারের পাশে দাঁড়ালেন ফুলবাড়ির তৃণমূল নেতৃত্বরা

রাজগঞ্জ, ২৩ এপ্রিলঃ ঝড়ে ভেঙে গিয়েছে ঘর।পরিবারের পাশে দাঁড়ালেন ফুলবাড়ির তৃণমূল নেতৃত্বরা।ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলার বাসিন্দা পূর্ণেন্দু মাহাতো।তিনি হৃদরোগে আক্রান্ত।বহু কষ্টে চলছিল তাদের সংসার।থাকার মধ্যে রয়েছে একটি মাত্র থাকার ঘর, সেটাও গতকালের ঝড়ে সম্পূর্ণ ভেঙে গিয়েছে।এমতাবস্থায় দিশাহীন হয়ে পড়ে পরিবারটি।


এদিকে ঘটনার খবর পেয়ে আজ ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবাশীষ প্রামাণিক, ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত প্রধান দিলিপ রায়, এলাকার পঞ্চায়েত সদস্য মহম্মদ মালি, ফুলবাড়ি ২ অঞ্চল যুব সভাপতি বিপ্লব সিংহ পূর্ণেন্দু মাহাতোর বাড়িতে পৌঁছান।তারা জানান, ওই দম্পতি যাতে পুনর্বাসন পান সেই ব্যবস্থা প্রধানের তরফে করা হবে।বিডিও অফিসেও জানানো হয়েছে।ওনাদের সমস্তরকম সাহায্য করার জন্য বলা হয়েছে।

তারা আরও জানান, বর্তমানে রাজ্যে বিধানসভা নির্বাচন চলছে।তাই এইসময় কোনরকম সাহায্য করতে না পারলেও পরবর্তীতে এই পরিবারকে সাহায্য করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *