নকশালবাড়ি,১৩ জুনঃ রাজ্য সড়ককে আলোকিত করতে শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে নকশালবাড়ির রাস্তার বিভিন্ন স্থানে বসানো হয়েছিল স্ট্রিট লাইট। কিন্তু রাজ্য সড়কের পাশে লাগানো এই লাইট জ্বলছে দিনরাত। ২৪ ঘন্টা ধরে লাইট জ্বললে বিদ্যুৎ বিল বাড়বে তেমনি স্ট্রিট লাইট খারাপ হওয়ার সম্ভবনা বাড়বে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
অন্যদিকে প্রশাসনের এই ঢিলেমির কটাক্ষ করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। দিনের বেলা লাইট না জ্বালিয়ে রাতে জ্বললেই ভালো বলে মন্তব্য বিজেপি কর্মীদের। তৃণমূল পরিচালিত বোর্ডকে কটাক্ষ করে গরীব মানুষের ট্যাক্সের টাকা এভাবে ব্যয় করা হচ্ছে মত বিজেপি নেতা সাধন চক্রবর্তীর।
এদিকে এই বিষয়ে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ জানান, বাজ পড়ে স্ট্রিট লাইটের টাইমার খারাপ হওয়ায় এই সমস্যা হয়েছে। দ্রুত এজেন্সিকে কাজ ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান হবে।