শিলিগুড়ি,১৯ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি জংশন এলাকায় ঘুরে বেড়াচ্ছে চিতা শাবক।এমন ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।রবিবার রাতে স্থানীয় কয়েকজন সেখানে দুটি চিতা শাবককে ঘুরতে দেখেন বলে জানা গিয়েছে।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।এদিকে খবর পেয়ে এলাকায় তল্লাশি শুরু করেছে সারুগাড়া বনদপ্তর।রাত থেকেই এলাকায় নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা।
জানা গিয়েছে, রবিবার রাতে জংশনের কাছে জঙ্গলের মধ্যে দুটি চিতা শাবককে দেখতে পান স্থানীয় কয়েকজন বাসিন্দা।এরপরই ঘটনার খবর দেওয়া হয় বনদপ্তরে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় সারুগাড়া বনদপ্তরের কর্মীরা।এছাড়াও সুকনা বনদপ্তরের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান।এরপরই চিতা শাবকের খোঁজ শুরু করা হয়।এদিকে বিষয়টি জানতে পেরে সেখানে পৌঁছান ওয়ার্ড কাউন্সিলর সঞ্জয় পাঠক।সোমবার সকাল থেকে ফের এলাকায় তল্লাশি শুরু করেছে বনকর্মীরা।