৮ নম্বর ওয়ার্ড জীবাণুমুক্ত করলেন ওয়ার্ড কাউন্সিলর খুশবু মিত্তল

শিলিগুড়ি,৫ এপ্রিলঃ শিলিগুড়ি পুরনিগমের ৮ নম্বর ওয়ার্ড জীবাণুমুক্ত করলেন ওয়ার্ড কাউন্সিলর খুশবু মিত্তল।


ওয়ার্ড কাউন্সিলর খুশবু মিত্তল বলেন, করোনা মোকাবিলায় গত কয়েকদিন ধরেই ৮ নম্বর ওয়ার্ডে বিশেষ অভিযান চালানো হচ্ছে।ওয়ার্ডকে জীবাণুমুক্ত করতে মেশিন আনা হয়েছে।আজ ওয়ার্ডের নেহেরু রোড,নয়া বাজার ও এসপি মুখার্জি রোড সংলগ্ন রাস্তাগুলি জীবাণুমুক্ত করা হয়।এছাড়াও করোনা নিয়ে ওয়ার্ডবাসীকে সচেতন করা হচ্ছে।  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom