শিলিগুড়ি,১১ এপ্রিলঃ লকডাউন বদলে দিল জীবিকা। একনিমেশেই টোটোচালক থেকে মুরগী বিক্রেতা।
করোনা ভাইরাসের আতঙ্কে দেশজুড়ে চলছে লকডাইন।রাস্তায় বন্ধ টোটো, রিক্সা সহ একাধিক গাড়ি চলাচল।পেটের টানে তাই টোটো রিক্সাতেই মুরগী নিয়েই বিক্রি করতে বেরিয়ে পড়েছে অনেকেই। বেশকিছুদিন ধরেই শহরে এই চিত্র ধরা পড়ছে। এদিনও সেই একই চিত্র দেখা গেল।
পেশায় টোটোচালক রাজু টোটোতে করে শহরে ঘুরে বিক্রি করছে পোলট্রি মুরগী। যদিও তিনি জানান যে ভিড়ের মধ্যে তিনি প্রবেশ করছেন না।সেইসাথে তিনি আরও জানান যে প্রতিদিন এই কাজে তিনি বেরোচ্ছেন না, যখন পেটে টান পড়ছে তখনই বেরোচ্ছেন। লকডাইনে বাইরে টোটোতে কেউ উঠতে চাইছে না তাই পেটের টানে এখন তিনি সময় পেলেই এক-দুই ঘন্টা শহরে ঘুরে মুরগী বিক্রি করছেন।