রাজগঞ্জ, ৭ নভেম্বর: অনেক আবেদন-নিবেদন করেও সেতু তৈরি হয়নি। তাই জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন রাজগঞ্জের পূর্ব হরিচরণভিটার বাসিন্দারা।
রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব হরিচরণভিটা গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন থেকে স্থানীয় হাড়িয়া নদীতে সেতু তৈরির দাবি জানিয়ে আসছেন। বহু বছর কেটে গেলেও সেতু তৈরি হয়নি।বাঁশের সাঁকো দিয়েই বছরের পর বছর নদীর জল পার করছেন বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা দুলাল দে সরকার বলেন, গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ বিষয়টি জানেন।কিন্তু কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না।বাঁশের সাঁকো দিয়ে যাওয়ার সময় অনেকে দুর্ঘটনার কবলে পড়েছেন।এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে যাতায়াত করতে হয়।
অন্যদিকে এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য সন্তোষ রায় বলেন, পূর্ব হরিচরণভিটায় একটি সেতু তৈরি করার জন্য গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে।এমনকি জেলা কর্তৃপক্ষকেও জানানো হয়েছে,কিন্তু কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই।