ফুলবাড়ি, ২১ জুনঃ ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায় তিনটি গাড়ির সংঘর্ষ, আহত ২ জন।শুক্রবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায়।
জানা গিয়েছে, ফুলবাড়ির দিক থেকে একটি মাছ বোঝাই লরি জলপাইগুড়ির দিকে যাচ্ছিল।জিয়াগঞ্জ সংলগ্ন এলাকায় গাড়িটি আসার পর হঠাৎই সেখানে উল্টো দিক থেকে একটি যাত্রীবাহী বাস চলে আসে।সেই বাসটিকে বাঁচাতে গিয়ে সামনে থাকা একটি ছোট চারচাকা গাড়িকে ধাক্কা মারে লরিটি।এরপর সামনে থাকা আরও একটি লরির পেছনে ধাক্কা মারে মাছ বোঝাই লরিটি।এই সংঘর্ষের ফলে দুমড়ে মুচড়ে যায় লরির সামনের অংশ।ঘটনায় লরির চালক ও সহকারী চালক আহত হন।দুর্ঘটনার ফলে বেশকিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউট পোস্টের পুলিশ ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।দুর্ঘটনাগ্রস্থ গাড়ি গুলিকে উদ্ধার করে গোটা ঘটনার তদন্তে পুলিশ।
এই বিষয়ে চারচাকা গাড়ির চালক বলেন, শিলিগুড়ি থেকে জটিয়াকালি সংলগ্ন এক নার্সিংহোমে ডাক্তারবাবুকে নিয়ে যাচ্ছিলাম।রাস্তায় যানজট ছিল দেখে দাঁড়িয়ে ছিলাম।তখন পিছন দিক থেকে একটি লরি আসতে দেখে রাস্তার নীচে গাড়িটি নামিয়ে দিই।লরিটি গাড়ির একপাশে ধাক্কা মেরে সামনে আরও একটি লরিতে ধাক্কা মারে।অল্পের জন্য আমরা প্রাণে বেঁচে যাই।কিন্তু ঘটনায় সেই লরির চালক ও সহকারী চালক গুরুতর আহত হন।