শিলিগুড়ি,১০ ফেব্রুয়ারিঃ জিয়াগঞ্জ পেট্রোলপাম্পে ডাকাতির চেষ্টার ঘটনায় ধৃত আরও এক পান্ডা।ধৃতের নাম রাহুল ছেত্রী।রবিবার রাতে এনজেপি রেল হাসপাতালের সামনে থেকে রাহুল ছেত্রীকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ।
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি গোপন সূত্রের খবরের ভিত্তিতে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ জিয়াগঞ্জ পেট্রোলপাম্প থেকে ডাকাতির উদ্দেশ্যে আসা ২জনকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানা গেছে জিয়াগঞ্জ পেট্রোল পাম্পে বেশ কিছু অসাধু ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে পেট্রোল পাম্প কর্মীরা।তাদের সন্দেহ হওয়ায় খবর দেয় এনজেপি থানায়।তারপরই সাদা পোশাকের পুলিশ গোপন ভাবে সেখানে নজরদারি চালায়। পুলিশকে দেখে পালাবার চেষ্টা করলে গাড়ি সহ ডাকাত দলটি রাস্তার পাশে নয়নজুলিতে পড়ে যায়। সেখান থেকেই পুলিশের হাতে গ্রেফতার হয় ২ ডাকাত।উদ্ধার হয় বেশ কিছু ধারালো অস্ত্র সহ একটি বোলেরো পিকাআপ ভ্যান।তবে সাথে থাকা আরও ৪ থেকে ৫ জন পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।পরবর্তীতে তদন্তে নেমে রবিবার আরোও এক ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।সোমবার ধৃত ব্যাক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।