রাজগঞ্জ, ১১ জানুয়ারিঃ সন্ধ্যা হলেই স্কুলের ক্লাসরুমের ভেতরে বসে মদ ও জুয়ার আসর। ঘটনায় চরম সমস্যায় পড়েছে রাজগঞ্জ ব্লকের আমবাড়ি সংলগ্ন চাকিয়াভিটা শিশুশিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রী সহ স্কুলের শিক্ষকরা। স্কুলের ক্লাস রুমের ভেতরে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে মদের বোতল থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী। সকালে স্কুল খুলতে এসে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয় কর্মীদের৷
স্কুলের শিক্ষক সুভাষ চ্যাটার্জি বলেন, সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত স্কুলে পঠন পাঠন চলে।সন্ধ্যা হলেই স্কুল চত্বরে বসে মদ ও জুয়ার আসর। আমি নিজে এবিষয়ে একাধিকবার পুলিশ প্রশাসনকে বিষয়টি দেখার জন্য বলেছি। একটি শিক্ষা কেন্দ্রে বারবার একই ঘটনা ঘটায় পড়ুয়াদের ওপর তার কুপ্রভাব পড়বে বলেই মনে করছেন শিক্ষকরা ৷
অন্যদিকে এবিষয়ে এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্যা রিঙ্কু রায় বলেন, আমি এর আগেও স্কুলের ভেতর থেকে নেশার সামগ্রী পাওয়া কথা শুনেছি। আজও সেই কথা শুনতে পেলাম। একটি শিক্ষাক্ষেত্রে এইধরনের কাজ মোটেই কাম্য নয়। বিষয়টি আমি প্রশাসনকে জানাবো।