রাজগঞ্জ, ১৬ ডিসেম্বরঃ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল কয়লা বোঝাই একটি ট্রেলার। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি–জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের বন্ধুনগর সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, গতকাল রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।ট্রেলারটি গুজরাট থেকে কয়লা নিয়ে ভূটানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বন্ধুনগর সংলগ্ন এলাকায় পৌঁছনোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
এই ঘটনায় ট্রেলার চালক সামান্য আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে আসে ভোরের আলো থানার পুলিশ। পুলিশ আহত চালককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেলারটি সরানোর কাজ শুরু করা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
