ফুলবাড়ি, ৪ ডিসেম্বরঃ অম্রুত–২ প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে ফুলবাড়িতে পরিদর্শনে এলেন মেয়র গৌতম দেব।
বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব ছাড়াও তার সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ দুলাল দত্ত সহ পুরনিগমের ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি দল।এদিন প্রথমে ফুলবাড়ি এশিয়ান হাইওয়ে ক্রসিংয়ের মার্ডার মোড় এলাকায় যেখানে ১২০০ মিমি ব্যাসের এম.এস. ক্যারিয়ার পাইপের জ্যাক পুশিং কাজ পরিদর্শন করেন মেয়র।মাটির নীচ দিয়ে পাইপ বসানোর সঠিক অ্যালাইনমেন্ট, ট্রেঞ্চলেস প্রযুক্তির ব্যবহার, নিরাপত্তা ব্যবস্থা এবং পাইপ ঠেলানোর পুরো প্রক্রিয়া সরেজমিনে খতিয়ে দেখা হয়।
এদিন পরিদর্শন শেষে মেয়র গৌতম দেব জানান, “অম্রুত–২ প্রকল্পের ফেজ–I ও ফেজ–II এর কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। প্রকল্পের কোনও অংশে যাতে বিলম্ব বা ত্রুটি না থাকে, তা নিশ্চিত করতেই আজকের এই পরিদর্শন।জ্যাক–পুশিং কাজ দেখার পাশাপাশি ফুলবাড়িতে প্রস্তাবিত নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (WTP)-এর নির্ধারিত স্থানও ঘুরে দেখা হয়েছে।
