বেলাকোবা বটতলা রেগুলেটেড মার্কেট হাটে নবনির্মিত হাট সেডের বণ্টন প্রক্রিয়া শুরু

রাজগঞ্জ, ৬ ডিসেম্বরঃ বেলাকোবা বটতলা রেগুলেটেড মার্কেট হাটে নবনির্মিত ২২টি হাট সেডের বণ্টন প্রক্রিয়া শুরু হল। এরফলে উপকৃত হবেন প্রায় ২৪০ জন ক্ষুদ্র ব্যবসায়ী।


শনিবার অনুষ্ঠানের মাধ্যমে হাট সেডগুলির আনুষ্ঠানিক বণ্টন করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, নারায়ন বসাক,সাফিউল বারি সহ স্থানীয় প্রশাসনের অন্যান্য বিশিষ্টজনেরা।

এদিন বিধায়ক খগেশ্বর রায় জানান, রাজ্য সরকারের উদ্যোগে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে বেলাকোবা বটতলা রেগুলেটেড মার্কেট চত্বরে নির্মিত হয়েছে এই ২২টি নতুন হাট সেড। বহুদিন ধরে বাজারের পরিকাঠামো উন্নয়নের দাবি ছিল ব্যবসায়ী মহলের। নতুন সেড নির্মাণের ফলে প্রায় ২৪০ জন ব্যবসায়ী নিয়মিত দোকান নিয়ে বসতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। আজ থেকেই ঘরগুলির বণ্টন শুরু হচ্ছে। নতুন পরিকাঠামো পেয়ে খুশি স্থানীয় ব্যবসায়ীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *