শিলিগুড়ি-কলকাতাগামী রাত্রিকালীন ট্রেন চালুর আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়কের

শিলিগুড়ি,১৯ ডিসেম্বর: শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার জন্য রাত্রিকালীন ট্রেন চালুর আর্জি জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন বিধায়ক শঙ্কর ঘোষ।


উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হল শিলিগুড়ি।কিন্তু সেই শিলিগুড়ি থেকেই রাজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ শহর তথা রাজ্যের রাজধানী কলকাতার যাওয়ার জন্য রাত্রিকালীন কোন ট্রেন নেই। তথাকথিতভাবে সর্বশেষ ট্রেন রয়েছে রাত আটটা চল্লিশে।মানুষের শেষ ভরসা এই ট্রেনই।ফলে অনেকেই বিভিন্ন কাজকর্ম শেষে রাত দশটার পরে আর কলকাতায় ফিরে যেতে পারেন না।পরের দিনের জন্য অপেক্ষা করতে হয় তাদের।আর না হলে খুব প্রয়োজনে প্রাইভেট গাড়ি ভাড়া করে মোটা অংকের টাকা গুনে পাড়ি দিতে হয় রাজধানীর উদ্দেশ্যে।

তাই গুরুত্বপূর্ণ এই শহর থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা যাওয়ার জন্য রাত্রিকালীন কোন ট্রেন চালু করা যায় কিনা এই ব্যাপারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে অনুরোধ জানালেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *