শিলিগুড়ি,১৬ এপ্রিলঃ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ। ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের এক ছাত্রীকে নিয়মিত মানসিক ও শ্লীলতাহানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। বুধবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পিএমআর বিভাগে আন্দোলন কর্মসূচি শুরু করে ছাত্রছাত্রীরা।
ছাত্রছাত্রীদের অভিযোগ, এই বিষয়ে অ্যান্টি র্যাগিং কমিটি এবং পুলিশের কাছে অভিযোগ জানানোর পর থেকে অত্যাচার আরো বেড়েছে। এই হেনস্থা নিয়ে কোথাও অভিযোগ করলে পরীক্ষায় অকৃতকার্য করিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। অবশেষে আজ অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে হাতে পোস্টার ব্যানার নিয়ে বিক্ষোভে শামিল হয় তারা।