বাংলাদেশে সন্ন্যাসী গ্রেফতারের ঘটনায় শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল বঙ্গীয় বাউল ও লোকশিল্পী সংঘের

শিলিগুড়ি,৫ ডিসেম্বর: সম্প্রতি বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তার ও হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের বিরুদ্ধে নিন্দা জানিয়ে বিক্ষোভে সামিল হল বঙ্গীয় বাউল ও লোকশিল্পী  সংঘ জলপাইগুড়ি জেলা কমিটি।


এদিন বঙ্গীয় বাউল ও লোকশিল্পী  সংঘের সদস্যরা একটি প্রতিবাদ মিছিল করেন।ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে আশিঘর মোড় হয়ে ফের মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয় মিছিলটি। হাতে প্ল্যাকার্ড ও দেশের জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হন বঙ্গীয় বাউল ও লোকশিল্পী সংঘের সদস্যরা।তাদের দাবি, অবিলম্বে  সন্ন্যাসী চিন্ময় মহারাজকে মুক্তি দিতে হবে।পাশাপাশি হিন্দুদের ওপর আক্রমণ ও মন্দির যারা ভেঙেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।এছাড়াও মহম্মদ ইউনুসের পদত্যাগের দাবিও জানান তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *