ফাঁসিদেওয়া,২৬ ডিসেম্বরঃ ফের অবৈধভাবে মহিষ পাচার রুখল পুলিশ।ফাঁসিদেওয়ার মুরলীগঞ্জে নাকা তল্লাশি চালিয়ে ২৬টি মহিষ সহ একজনকে গ্রেফতার করল বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ। ধৃতের নাম সানিফ রেজা। ধৃত বিহারের বাসিন্দা।
ফাঁসিদেওয়ার মুরলীগঞ্জে ওই মহিষবোঝাই লরিটিকে আটক করে পুলিশ।গাড়ির চালকের কাছে কোনোরকম বৈধ নথিপত্র না থাকায় তাকে গ্রেফতার করে পুলিশ।ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।