ফুলবাড়ি ২১ এপ্রিলঃ স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে দুদিন ধরে নিখোঁজ ব্যক্তি।অবশেষে পুলিশের দ্বারস্থ হলেন ব্যক্তির স্ত্রী আনজুমা বেগম।
ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিমধনতলা গ্রামের বাসিন্দা রাজু মহম্মদ ও আনজুমা বেগম ফুলবাড়ির একটি সাবান ফ্যাক্টরিতে কাজ করে সংসার চালান।তাদের দুই সন্তান রয়েছে।গত শনিবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা বাঁধে।ঝামেলার পর বাড়ি থেকে বেরিয়ে যায় রাজু।দুদিন পেরিয়ে গেলেও ব্যক্তির খোঁজ না পাওয়া গেলে অবশেষে পুলিশের দ্বারস্থ হন তার স্ত্রী।নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জানানো হয় পরিবারে পক্ষ থেকে।অভিযোগের ভিত্তিতে নিখোঁজ ব্যক্তির খোঁজ চালাচ্ছে পুলিশ।