শিলিগুড়ি,১১ নভেম্বরঃ শিলিগুড়িতে ফের দুর্ঘটনার কবলে স্কুল বাস।অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্কুল বাসে থাকা ছাত্রছাত্রীরা।
জানা গিয়েছে, এদিন ফুলবাড়ি ট্রাফিক পয়েন্টের কাছে দুটি গাড়ি দাড়িয়ে ছিল।সেইসময় ওই স্কুল বাসটি সামনে থাকা একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা মারে।ঘটনায় আহত হন গাড়িতে থাকা দুজন যাত্রী।এদিকে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় স্কুল বাসে থাকা ছাত্রছাত্রীরা।স্থানীয়দের অভিযোগ, স্কুল বাসের চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।যে কারণে এই দুর্ঘটনা।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ফুলবাড়ি ট্রাফিক পুলিশ ও এনজেপি থানার পুলিশ।আটক করা হয় স্কুল বাস চালককে।পাশাপাশি অন্য একটি গাড়ি করে ছাত্রছাত্রীদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষগুলি এইসব ঘটনার জন্য দায়ী।তাদের নজরদারির অভাবে নেশাগ্রস্ত অবস্থায় বাস চালান চালকেরা।ছোট-ছোট শিশুদের জীবনের ঝুঁকি নেওয়া হচ্ছে।শীঘ্রই এই বিষয়টিতে স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের বিশেষ নজর দেওয়া উচিৎ।