শিলিগুড়ি,২৬ ডিসেম্বরঃ ফুলবাড়িতে জল পরিশোধনাকেন্দ্রে একটি ইউনিটে মেরামতের কাজের জন্য বৃহস্পতিবার থেকে শহরে বিঘ্নিত হবে পানীয় জল পরিষেবা। এক বেলা করে জল আসবে বলে পুরনিগমের তরফে জানা গিয়েছে।কয়েকদিন ধরে সেই কাজ চলবে। ৩০ ডিসেম্বর পর্যন্ত একবেলা করে পানীয় জল আসবে।
যদিও জলকষ্টে কাউকে ভুগতে হবেনা বলেই জানিয়েছেন মেয়র গৌতম দেব। বিভিন্ন ওয়ার্ডে জলের ট্যাঙ্ক নিয়মিত পাঠানো হবে বলে জানান তিনি।