শিলিগুড়ি,৩ এপ্রিলঃ নাবালিকার মৃত্যু ঘটনায় তদন্তে নেমেছে এনজেপি থানার পুলিশ। মঙ্গলবার এনজেপি থানা এলাকায় নবম শ্রেণীর এক ছাত্রীকে খুন করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ দুইজনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃত রোহিত রায়কে নিয়ে তার বাড়িতে যায় এনজেপি থানার পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী কিভাবে সেদিনের ঘটনা ঘটেছিল তার পুনর্নির্মাণ করে পুলিশ কর্মীরা। পাশাপাশি ওই বাড়ি থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়।
বুধবার ওই বাড়িতে যায় ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল। ঘর থেকে বেশকিছু নমুনা সংগ্রহ করেন তারা। নাবালিকার পরিবার অভিযোগ করেছে, রোহিত ও তার এক বন্ধু মিলে নাবালিকাকে খুন করে।রোহিতের প্রতিবেশী নাবালিকাকে নিয়ে রোহিতকে বাড়ি থেকে বের হতে দেখেন। সেই সময় নাবালিকা অচৈতন্য অবস্থায় ছিল বলে জানান ওই প্রতিবেশী।
