শিলিগুড়ি, ৫ ডিসেম্বরঃ ক্রিসমাস ও নিউ ইয়ারের আগে সেজে উঠবে শিলিগুড়ি। প্রতি বছর শহরকে আলোয় ভরিয়ে তোলা হয়। এবছরও একইভাবে শহরকে সাজিয়ে তোলা হবে।
বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমে রাজ্য তথ্য সংস্কৃতি দফতর, পর্যটন দফতরের আধিকারিকদের নিয়ে আলোচনায় বসেছিলেন মেয়র গৌতম দেব।
মেয়র গৌতম দেব বলেন, ২৪ ডিসেম্বর রাতে মহাত্মা গান্ধী মোড়ে অনুষ্ঠান হবে। পুরো শহরকে আলোয় সাজাবে পর্যটন দফতর। মিশনারী স্কুল ও চার্চগুলিকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বলে জানান তিনি।